Tuesday, October 24, 2017

গাজীপুরের মুক্তিযোদ্ধা মুজিবসেনা ও নৌকার সকল ভক্ত অনুরাগী অনুসারী ভাই বোনদের অনুরোধ

গাজীপুরের মুক্তিযোদ্ধা মুজিবসেনা ও নৌকার সকল ভক্ত অনুরাগী অনুসারী ভাই বোনদের অনুরোধ করছিঃ
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা কখনো বাঙ্গালী জাতিকে মিথ্যা আশ্বাস দেন নি। কিন্তু তাঁর মন্ত্রী পরিষদের মন্ত্রীরা কি স্বচ্ছ?
ঘুমন্ত শয়তান আ ক ম মোজাম্মেল হক একান্তই একটি জঘন্য ব্যক্তি যিনি জাতিরজনকের স্বপ্ন আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সাঈন বোর্ডে নৌকার ব্যানারে সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে জাতিকে ভিন্ন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সবই ভন্ডামী ও প্রতারনা। তাঁর এই মিথ্যাচারের জবাব আপনারা ভোটের মাধ্যমে দেবেন।

নৌকার টিকেটে এ জাতীয় নিমকহারামীরা যেনো আর ক্ষমতায় না আসতে পারে; তাঁর জন্য আপনাদের সচেতন থাকতে হবে। ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে আপনারা বেঈমানী করবেন না। জননেত্রী শেখ হাসিনা বড়ই অসহায়; অনেক কিছুই তাকে জানতে দেয়া হয় না। কারন তাঁর সাথে থাকে অক্টোপাসের হাজারো অশুভ হাত পা'যা' তাঁরে অনুভূতি অনুভবকে ঢেকে রাখে।
সারা দেশের অনেক অনাচার অবিচার দুর্নীতি স্বজনপ্রীতির হাজার সংবাদ বঙ্গবন্ধু কন্যাকে জানতে দেয়া হয় না-যেমন জানতে দেয়া হয়নি ১৯৭৪ এর দুর্ভিক্ষের সময়ে জাতিরজনক কে।
এই হায়েনাদের রুখে দাঁড়ান। এরা স্বাধীনতার নামে বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের নামে নিজেদের আঁখের গুটিয়ে নিচ্ছে। বক্তৃতায় মঞ্চে বলছে এক কথা আর বাস্তবে অফিসে করছে ভিন্ন কিছু। এরাই শয়তান; এরাই ৭৫ এর ১৫ই আগষ্টে পিতার বক্ষ ঝাঁঝরা করে দিয়ে ক্ষমতার মসনদ দখল করেছিল, জাতিরজনক বুঝতে পারেন নি। তিনি তাজুদ্দিন কে অবিশ্বাস করে বিশ্বাস করেছিলেন খন্দকার মোস্তাককে। অন্যথায় আজ বাঙ্গালী জাতি এতিম হত না। এই বাংলায় রাজাকার মন্ত্রী হতে পারতো না।

সূতরাং এই আ ক ম মোজাম্মেল হকের মত মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক জাতীয় হায়েনাদের ভোট ও ব্যালটের মাধ্যমে আপনাদেরকেই শিক্ষা দিতে হবে। আমরা আর ক'দিন। হয়তো গুম হব, হয়তো জেলে যাবো অথবা ক্রস ফায়ারে জীবনের শেষ বাশী বাজবে কিন্ত ক্ষমতা থেকে যাবে আপনাদের হাতে আগামী ২০১৯ সালের নির্বাচনে আপনারা রায় প্রদান করবেন। বিশেষ করে গাজীপুর মহানগরের সকল মুজিবপ্রেমী ও বিশ্ব শান্তির অগ্রদূত শেখ হাসিনার ভক্ত অনুসারী দেশপ্রেমিক ভাই ও বোনে রা।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।